
প্রদীপ কুমার সিংহ
তৃতীয় দফা নির্বাচনের প্রচারের শেষ দিন আই এস এফ মিছিলে বোমা ও লাঠি নিয়ে তৃণমূল কংগ্রেস হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে আই এস এফ এর পক্ষ থেকে। মিছিলে হামলার জেরে আই এস এফের বেশ কয়েকজন কর্মী গুরুত্বর আহত হয় বলে দাবি করে আই এস এফ প্রার্থী সিরাজ গাজী। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণা জেলার কুলপি বিধানসভার হেলিয়াগাছির মোড়ে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুলপি ব্লক হাসপাতালে।
আগামী ৬ এপ্রিল রাজ্যে বিধানসভা তৃতীয় দফা নির্বাচন , তৃতীয় দফা নির্বাচনের প্রচার শেষ রবিবার হওয়ার জন্য সকাল থেকে বিভিন্ন নির্বাচন এলাকা কেন্দ্রে প্রচার তুঙ্গে তোলে রাজনৈতিক দল গুলি । ডায়মন্ড হারবার মহকুমা এলাকার ৭ টি বিধানসভা কেন্দ্র রায়দীঘি , মন্দির বাজার , কুলপি, মগরাহাট পশ্চিম , মগরাহাট পূর্ব , ডায়মন্ড হারবার ও ফলতা এই ৭ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে তৃতীয় দফায় ৬ এপ্রিল।
রবিবার নির্বাচনে প্রচারে শেষ দিন হওয়ার জন্য সকাল থেকে কুলপি বিধানসভা এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করে সংযুক্ত মোর্চার সমর্থনে আই এস এফ প্রার্থী সিরাজ গাজী , এদিন দূপুরে কুলপি বিধানসভা এলাকার হেলিয়াগাছি মোড়ে মিছিল যেতে , মিছিলের পিছন থেকে বোমা ও লাঠি নিয়ে তৃণমূল কংগ্রেসের লোকজন হামলা চালায় আই এস এফ মিছিলের উপর এমনটাই অভিযোগ করে কুলপি বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা আই এস এফ প্রার্থী সিরাজ গাজী । হামলার জেরে গুরুত্বর আহত হয় বেশ কিছু আই এস এফ কর্মী, সিরাজ গাজী আরও জানান হোসেন পুরকাইতের নেতৃত্বে বেশ কিছু দূষ্কৃতি আচমকা মিছিলের উপর হামলা চালায় ।
হামলার জেরে বেশ কিছু আই এস এফ কর্মী গুরুত্বর আহত হয় তাদের চিকিৎসার জন্য কুলপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে , ঘটনার জেরে হোসেন পুরকাইত সহ তার লোকজনের গ্রেপ্তার এবং যাতে কুলপি বিধানসভা কেন্দ্রে সুষ্ঠু ভাবে মানুষ ভোট দিতে পারে তার দাবি তোলে কুলপি বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা আই এস এফ কর্মী সিরাজ গাজী ।
মিছিলে হামলার জন্য যার বিরুদ্ধে অভিযোগ কুলপি ব্লক বিদ্যুৎ দপ্তরের কর্মাদক্ষ হোসেন পুরকাইত জানান , আই এস এফ প্রার্থী ও কর্মী সমর্থকরা মিছিল নিয়ে আসছিলো এলাকার মহিলারা রাস্তার ধারে দাঁড়িয়ে দেখছিলো সেই মিছিলের লোকজন মহিলাদের সঙ্গে বাজে ব্যাবহার করে , এলাকার মানুষ প্রতিবাদ জানালে তারা হামলা চালায়।
পুলিশ সেই সময় এসে আই এস এফ কর্মীদের নিয়ে চলে যায় তারা আবার কুন্ডের মোড় থেকে লাঠি , ইট নিয়ে এসে আবার হামলা করে। ওরা নিজের মারে নিজেরা পড়ে গিয়েছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই , হেলিয়াগাছি গ্রাম সংখ্যালঘু এখানে কেউ আই এস এফ করে না তাই ওরা বার বার হেলিয়াগাছি গ্রামকে টার্গেট করছে। যারা মহিলাদের উপর বাজে ব্যাবহার করেছে তাদের গ্রেপ্তারের দাবি জানায় হোসেন পুরকাইত।
ঘটনার পর বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে আই এস এফ কর্মী সমর্থকরা , ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে অবরোধ তুলে দেয়। তবে এই কথা ঘটনায় জড়িত যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।