
নির্বাচন মিটতে না মিটতেই উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে।বিজেপি ও তৃনমূল কর্মীদের রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত ময়না বিধানসভার বিশাল এলাকা।শুক্রবার রাত থেকেই ময়না বিধানসভার অনন্তপুর দু নম্বর অঞ্চলের ধনিচক গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটছে।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ২৯৪টা বিধানসভা আসনে ৮ দফায় ভোট গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে।পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি বিধানসভা আসন।এর মধ্যে ২৭ মার্চ প্রথম দফায় ৭টি ও ১ এপ্রিল দ্বিতীয় দফায় ৯টি আসনে নির্বাচন হয়েছে।ময়নায় দ্বিতীয় দফাতেই ভোট গ্রহন করা হয়েছে।বৃহস্পতিবার ভোট গ্রহনের এক-দুই দিন আগে থেকেই বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে বিজেপি ও তৃনমূল কর্মীরা সংঘর্ষে জড়িয়েছে।এবার সেই পরিস্থিতি আরো বৃহত্তর আকার নিয়েছে বলে স্থানীয়দের দাবি।
এলাকার বিজেপি নেতারা অভিযোগ করেছেন ভোট মিটতেই আরো সন্ত্রাস তৈরীর প্রচেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল ।তাই শুক্রবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে হামলা চালায় বলে অভিযোগ। এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা, বাড়ির মহিলাদের মারধর এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। এই হামলার জেরে গুরুত্বর আহত হয়ে তমলুক হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী রাধারানী ধাড়া। রাধারানী দেবীর অভিযোগ হামলার সময় তাঁদের বাড়িতে অন্য সদস্যরা কেউ ছিলনা। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে এবং লাঠি নিয়ে চড়াও হয় বাড়ির উপর। মারধোর করা হয় তাকে। ইতিমধ্যে তমলুক হাসপাতালে চিকিৎসাধীন রাধারানী দেবী।
তৃনমূল অবশ্য সেই অভিযোগ উড়িয়েছে।
স্থানীয় তৃনমূল নেতৃত্বের দাবি নির্বাচনের আগে থেকেই নব্য ও পুরানো বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।আর এটাই একই ঘটনা।তাকেই ইচ্ছাকৃত ভাবে তৃনমূলের উপরে চাপানো হচ্ছে।