
দীর্ঘ ১০ বছর পরে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার ধোবাবেড়িয়ে অঞ্চলের জগন্নাথ চক থেকে মুকুন্দ বাজার পর্যন্ত কাঁথি দু’নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তরুণ জানাকে সাথে নিয়ে পদযাত্রা হল।মুকুন্দপুর বাজারে মিছিল শেষে স্ট্রিট কর্নার করা হয়।
এই পথসভায় বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি রুমানা আক্তার, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য আবেদ আলী খান, দু’নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সেক সরতাজ, ছাত্রনেতা নিমাই দাস ,শেখ ইমরান , নিতাই বারিক, শেখ মাসুম, তিতুনশুভ্র দাস, শেখ সালিম।এছাড়া তৃণমূল এর পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব পুলিন বিহারী নায়ক ,দেবাশীষ পাহাড়ি, ব্লক তৃণমূল এর সহ-সভাপতি দিনেশ দাস ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন।
প্রার্থী তরুণ জানা বলেন ছাত্রদের উদ্যোগে আজকের এই মিছিলের উল্লাস প্রমাণ করলো উত্তর কাঁথি বিধানসভা এলাকার মানুষেরা তৃনমূলের সাথেই আছে ।
সভায় উপস্থিত তৃনমুল ও ছাত্র সংগঠনের নেতা নেত্রীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাতে তরুন জানাকে এই কেন্দ্র থেকে জয়ী করার আহ্বান জানান।তাঁরা বিগত ১০ বছর ধরে মমতা ব্যানার্জীর সরকারের উন্নয়নের তালিকা তুলে ধরেন সাধারন মানুষের কাছে।
উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী তরুন জানা বলেন সবুজ সাথী,কন্যাশ্রী,রূপশ্রীর মত সামাজিক প্রকল্প গুলি বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে।মানুষ উপকার পেয়েছেন।দুয়ারে সরকার,স্বাস্থ্য সাথীর মত প্রকল্প গুলি মমতা ব্যানার্জীর সরকারের যুগান্তকারী পদক্ষেপ। বিজেপি কিংবা বাম-কংগ্রেস জোট ক্ষমতায় এলে এগুলো বন্ধ করে দেবে ।এখন আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আপনারা নিজেদের অধিকার বজায় রাখবেন, না ছেড়ে দেবেন