
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় গীতা রানী পন্ডার স্মৃতির স্মরণে জুনিয়র ডিউজ নক আউট ক্রিকেট সিএসএসএ চ্যালেঞ্জ কাপে আজ দুটি সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হয়।
সকালে যে দুটি দল পরস্পর মুখামুখি হয় কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার বনাম বয়েজ ষ্টার। টসে জিতে কন্টাই কোচিং সেন্টার ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানে সকলে আউট হয়ে যায়। প্রত্যুতরে বয়েজ ষ্টার জিতার লক্ষ ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে মাত্র ৭৬ রানে সকলে আউট হয়ে যায় ফলে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ৫৩ রানে জয়লাভ করে ফাইনাল খেলার ছাড়পত্র লাভ করে।
কোচিং সেন্টারের আকাশ জানা ব্যাটে ৩৩ বলে ৫৩ রান, বলে ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট দখল করে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন।
দ্বিতীয় খেলা অংশ নেয় এবিসিডি কোচিং সেন্টার ও দীঘা ক্রিকেট একাডেমি। টসে জিতে এবিসিডি ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। পরে দীঘা ব্যাট করতে নেমে ৯.২ ওভারে মাত্র ২৬ রানে সকলে আউট হয়ে যায় ফলে এবিসিডি ১২৮ রানে জয়লাভ করে ফাইনালে খেলার ছাড়পত্র লাভ করে।
এবিসিডি-র বজরুল রহমান ব্যাটে ১৩ বলে ২০ রান এবং বলে ৪ ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট দখল করে ম্যান অফ দি ম্যাচ এর পুরস্কার লাভ করে।
ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত ও সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী যৌথ ভাবে জানিয়েছেন আগামি শনিবার সকালে জুনিয়র এবং দুপুরে সিনিয়রদের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হবে।