
‘‘নন্দীগ্রামের মানুষ বলছেন, এ বার মেদিনীপুরের ভূমিপুত্রকে চাই, বহিরাগতকে নয়।’’শুক্রবার রাজ্যের শাসক দল তৃনমূলের প্রার্থী তালিকা ঘোষনার পরে পাঁশকুড়ায় বিজেপির এক সভা থেকে এভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।তবে এই ‘ভূমিপূত্র’ বলতে শুভেন্দু নিজেকেই বোঝাতে চেয়েছেন কি না,তা নিয়ে তিনি পরিস্কার করে কিছু না বলায় বেড়েছে জল্পনা।
শুক্রবার কালীঘাট থেকে ঘোষণা হয়েছে তৃণমূলের ২৯১ আসনের প্রার্থী তালিকা। তালিকার সব থেকে বড় চমক, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চেনা গণ্ডি ছাড়িয়ে এ বার শুধুমাত্র নন্দীগ্রাম থেকেই লড়বেন।
বিকালে আগামী ৭ তারিখ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভার সমর্থনে সভায় হাজির ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
অপরদিকে প্রার্থী তালিকা ঘোষনার পর পরিষ্কার হয়ে যায় আসন্ন বিধানসভা ভোটে এবার আর নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকে লড়ছেন না তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এবার লড়বেন নন্দীগ্রাম থেকে। এই বিষয়টি নিয়েই তৃণমূল সুপ্রিমোকে বিঁধে টুইটে ভিডিও পোস্ট কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র।
ভিডিওটিতে বাবুল বলেছেন, ‘‘বাংলা নিজের মেয়েকে চায়’ তো দূরের কথা, ভবানীপুরই আর নিজের মেয়েকে চায় না – লড়লে হেরে যাবেন, এটা আঁচ করতে পেরে মাননীয়া দিদি নিজের জায়গাতেই লড়ার সাহস দেখাতে পারলেন না।’’
সভায় নিজের ভাষনে একই দাবি করে শুভেন্দু অধিকারী বলেন ‘‘কেন মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন? কারণ, ওখানে লড়াই করতে ভয় পেয়েছেন মাননীয়া। এ বার ভবানীপুরে দাঁড়ালে উনি নিশ্চিত হেরে যেতেন।’’
এর পরেই হুঙ্কার দিয়ে বলেন নন্দীগ্রামে ৩ গুণ ভোটে হারাবো মমতাকে। তিনি আরও বলেন, “আপনি বলেছেন, শুধু নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন। আপনাকে স্বাগত। লড়াইয়ের ময়দানে দেখা হবে। আর ২ তারিখে গননার দিন এখানে সবুজ আবির সরিয়ে গেরুয়া আবির ওড়াব। মেদিনীপুরের মাটি, দুর্জয় ঘাঁটি।”