
আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার একদা দাপুটে বিজেপি নেতা আনিসুর রহমান। স্থানীয় এক তৃনমূল নেতা খুনের অভিযোগে দীর্ঘদিন ধরে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন আনিসুর।
জেল বন্দি থাকলেও মাঝে মধ্যেই ফেসবুক পেজে সচল থাকের অভিযোগ উঠে আনিসুর রহমানের বিরুদ্ধে। সেই অভিযোগ সত্যি করে আনিসুরের শনিবার ফেসবুক পেজে হওয়া এক পোষ্টকে ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড়। এদিন আচমকা অনিসুর রহমানের ফেসবুক পেজ সচল হয়ে যায়। সেখানে পরপর দুটি পোস্ট করা হয়। সেখানে প্রথম পোস্টে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি তৃণমূলে ফেরার কথা বলা হয়।
কিছুক্ষন পরে আবারও পোস্টে তৃনমূলের জনপ্রিয় ” খেলা হবে ” স্লোগানের সঙ্গে আনিসুরের বিভিন্ন ছবি মিশিয়ে দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টকে ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। প্রসঙ্গত গত বছর অক্টোবর মাসে একবার সচল হয়েছিল আনিসুরের ফেসবুক। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইকের নিয়ে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন।
আনিসুর আগেই তৃনমূলের সৈনিক ছিলেন। কিছুদিন আগেই তিনি বিজেপিতে যোগদান করেন। গত ২০১৯ সালের তৃনমূল নেতা কুরবান শা’কে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি নেতা আনিসুর রহমান। তখনই তৃনমূলে ছিলেন শুভেন্দু অধিকারী। তবে থেকেই জেল বন্দী রয়েছেন আনিসুর রহমান।
গত বছর ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদানের পরই জেলার রাজনীতি আমুল পরিবর্তন এসেছে। ১৮ জানুয়ারী পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে তেখালি জনসভা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গলায় শোনা যায় তৎকালীন তৃনমূল নেতা আনিসুর রহমানে নাম।
শুধু ফেসবুকে নয় আনিসুরে সর্মথনে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিভিন্ন জায়গায় পোস্টারও পড়েছে। পোস্টারের আনিসুরে ছবি নিচে লেখা রয়েছে ” মির্জাফর সাবধান, দাদা আসছে “।