
প্রদীপ কুমার সিংহ
কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেশের আর চারটা রাজ্যের সাথে এই রাজ্যের নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করতেই জেলার বিধানসভা আসন গুলির ভোট প্রক্রিয়া নিয়ে সক্রিয় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
শনিবার আলিপুরে জেলা শাসক অন্তরা আচার্য্য দক্ষিণ ২৪ পরগনা জেলার ভোট প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন।এই বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কমলাশীষ সেন সহ ডায়মন্ডহারবার এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার সহ জেলার পদস্থ আধিকারিকরা।
এদিন জেলা শাসক জানান, দক্ষিণ ২৪ পরগনায় তিনটি দফায় ভোট হবে।এই ভোট নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশ মতন আমরা পুরোপুরি ভাবে প্রস্তুত।এর পাশাপাশি ভোট পর্বের জন্য দক্ষিণ ২৪ পরগানা জেলা কতটা প্রস্তুত তা ব্যাখ্যা করেন।সেই সাথে পুলিশ সুপাররা পুলিশের মুভমেন্ট সহ শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য কি ব্যাবস্হা নিচ্ছেন তা তুলে ধরেন।
পশ্চিমবঙ্গের ২৯৪টা আসনে ৮ দফায় নির্বাচন হবে বলে ঘোষনা করেছে নির্বাচন কমিশন।২৭ মার্চ প্রথম দফার নির্বাচন।দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনে দক্ষিন ২৪ পরগনা জেলার আসন গুলিতে ভোট গ্রহন করবে কমিশন।১ এপ্রিল,৬ এপ্রিল ও ১০ এপ্রিল দক্ষিন ২৪ পরগনা জেলাতে ভোট গ্রহন করা হবে ।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)