
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত স্মৃতির স্মরণে কে এন সি চ্যালেঞ্জ ডিউজ ক্রিকেট খেলায় বৃহস্পতিবার সকালে যে দুটি দল পরস্পর মুখোমুখি হয়,তারা আলহেরা ক্রিকেট একাডেমি বনাম কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ।
টসে জিতে আলহেরা ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান করে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ১০৩ রানে অল আউট হয়ে যায়।ফলে আলহেরা ক্রিকেট একাডেমি ১৬ রানে জয়লাভ করে ।
মা নাচিন্দা অ্যাকোয়া ফিড ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করে আলহেরার সৌমেন মাল।তার হাতে পুরস্কার তুলে দেন সংস্থার সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা ।
বিকালে যে দুটি দল অংশ নেয়, তারা হল বাড় চুনফলি পল্লিহিতা সংঘ বনাম প্রত্যয়ী গ্রুপ । টসে জিতে পল্লিহিতা ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে ।
প্রত্যয়ী গ্রুপ ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রান করে। পল্লিহিতা সংঘ ৩৯ রানে জয়লাভ করে । পল্লিহিতা সংঘের রিতঙ্কর জানা মা নাচিন্দা অ্যাকোয়া ফিড ম্যান অফ দি ম্যাচ পুরস্কার লাভ করে। পুরস্কার তুলে দেন সংস্থার ৩ কর্নধার বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী ও রামকৃষ্ণ পন্ডা ।
আগামি কালকের খেলা সকাল বয়েজ ষ্টার বনাম পিছাবনী ক্রিকেট একাডেমি, বিকালে দি পেট্রিয়ট ক্লাব বনাম রামনগর স্পোর্টস এসোসিয়েশন।