
প্রদীপ কুমার সিংহ
দক্ষিণ ২৪ পরগনা সাউথ রেলওয়ে বিভাগে সোনারপুর স্টেশনে জিআরপির পক্ষ থেকে বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এই রক্তদান শিবিরকে সহযোগিতা করেন পশ্চিমবঙ্গ সরকারের মানিকতলা ব্লাড ব্যাংক । এ বছর এই রক্তদান শিবির তৃতীয় বছরে পদার্পণ করেছে ।
উল্লেখ্য সামনেই গরম এর মরসুম আসছেআসছে আর গরমের মরসুমে রক্ত সংকট হয় চারিদিকে । তাই আগে থেকেই রক্তের সংকট কিছুটা মেটানোর জন্য এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । এ দিন রক্তদান শিবির ছাড়াও এখানে সাধারণ মানুষের বিনামুল্যে রক্তের শ্রেনী নির্নয়ের আয়োজন করা হয় । প্রায় ১১০ জন সাধারণ মানুষ তার রক্তের বিভাগ জানতে বিনামূল্যে পরীক্ষা করায় ।
সোনারপুর স্টেশনের জিআরপি ইনচার্জ ঋকবেদ সাহা বলেন করোণা আবহের সময় সোনাপুর স্টেশনের জিআরপি কর্মীরা দুবার রক্তদান শিবির করে । আজ এই রক্তদান শিবিরে ৫০ জন মহিলা ও পুরুষ তাদের মুল্যবান রক্ত দান করে ।
রক্ত সংকট হওয়ার আগেই যে ভাবে আগাম সমস্যা সমাধানের জন্যে দক্ষিণ ২৪ পরগনা সাউথ রেলওয়ে বিভাগে সোনারপুর স্টেশনে জিআরপির আধিকারিকেরা এগিয়ে এসেছেন,তাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারন মানুষ জনেরা ।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)