
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের কন্টাই এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে দিনের পর দিন সহবাস করার পরেও বিয়ে করতে রাজি না হওয়ার অভিযোগ উঠলো প্রেমিকের বিরুদ্ধে। শুধু তাই নয়,প্রেমিকা সহ তার পরিবারের সদস্যদের মারধর করে অভিযুক্ত প্রেমিক । এর জেরে প্রেমিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হল প্রেমিক ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কাঁথি থানার কান্টাই গ্রামের এক যুবতীর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ে উঠে প্রদীপ জানার । অভিযোগ এই যুবতী প্রেমিকাকে বিয়ের প্রতিস্তুতি দিয়ে বিভিন্ন পর্যটন এলাকায় নিয়ে সহবাস করে অভিযুক্ত প্রেমিক যুবক । অভিযোগ এরপর সেই যুবতী বিয়ের কথা বললে বেঁকে বসে অভিযুক্ত প্রদীপ সহ তার পরিবারের সদস্যরা।
বিয়ের কথা বলতে প্রদীপের বাড়ি গেলে যুবতীর পরিবারের সদস্যদের প্রেমিকের পরিবার মারধর করে বলে অভিযোগ । এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অবশেষে গত বছর ১৮ ডিসেম্বর কাঁথি মহিলা থানার অভিযোগ দায়ের করেন যুবতী।
অভিযোগ পেয়ে তদন্তে নামে কাঁথি মহিলা থানার পুলিশ । ঘটনার পর অভিযুক্ত এলাকায় ছেড়ে গা ঢাকা দেয়। রাতে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ধৃতকে গ্রেফতার করে । যুবতীর সরকারী হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে পুলিশ সুত্রে জানা গেছে।
কাঁথি মহিলা থানার পুলিশ জানিয়েছে ধৃত যুবক প্রদীপ জানা, তার বাড়ী কাঁথি থানার কান্টাই এলাকায় । ধৃতকে কাঁথি আদালতে তোলা হয়। বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।