
কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত স্মৃতির স্মরণে কেএনসি চ্যালেঞ্জ টি -২০ ডিউজ ক্রিকেট খেলায় সকালে যে দুটি দল পরস্পর মুখোমুখি হয় বাড় চুনফলি পল্লিহিতা সংঘ বনাম আলহেরা ক্রিকেট একাডেমি। টসে জিতে পল্লিহিতা সংঘ ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। শুভময় প্রধানের ঘুর্নী বলের সামনে দাঁড়াতে না পেরে ১৯ ওভারে ১২১ রানে আউট হয়ে যায় পল্লিহিতা সংঘ।
তবে দলের বিপর্যয় আটকাতে আমিত পড়্যার দলে হাল ধরে এবং ৫১ রান করে।শুভময় প্রধান ৪ ওভার ১ মেডান সহ ১০ রান দিয়ে ৫ উইকেট দখল করে। প্রত্যুত্তরে আলহেরা ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ করে ফলে পল্লিহিতা ১৮ রানে জয়লাভ করে। মা নাচিন্দা অ্যাকোয়া ফিড ম্যান অফ দি ম্যাচ পুরস্কার পান শুভময় প্রধান ও আমিত পড়্যা।
দুপুরে দ্বিতীয় খেলায় যে দুটি দল পরস্পর মুখোমুখি হয় তারা হল শেরপুর সিক্সাস বনাম প্রত্যয়ী গ্রুপ। টসে জিতে শেরপুর সিক্সাস ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করে। প্রত্যুত্তরে প্রত্যয়ী গ্রুপ ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৮৯ রানে অল আউট হয়ে যায়। ফলে ৩০ রানে শেরপুর সিক্সাস জয়লাভ করে।
ম্যান অফ দি ম্যাচের মা নাচিন্দা অ্যাকোয়া ফিড পুরস্কার লাভ করে শেরপুর সিক্সাস এর অধিনায়ক সুরজিৎ গুড়িয়া। পুরস্কার তুলে দেন সংস্থার সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী।
টুর্নামেন্ট কমিটি সভাপতি বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন আগামি কালকের খেলা সকাল ৮ এবিসিডি বনাম পিছাবনী। দুপুর ১ টায় রামনগর ক্রিকেট এসোসিয়েশন বনাম বয়েজ ষ্টার।