
পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা মঙ্গলবার তমলুকের নিমতৌড়ী রাজমহল সভাগৃহে আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র।
সভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার তথা বিধায়ক অর্ধেন্দু মাইতি, জেলা কো অর্ডিনেটার মামুদ হোসেন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি সেক সুপিয়ান, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা নেতৃত্ব তরুণ জানা, তরুণ মাইতি, বিধায়ক অমিয় ভট্টাচার্য, সুকুমার দে, বিধায়ক ফিরোজা বিবি, দেবপ্রসাদ মন্ডল, সেক আনোয়ার উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
জেলা সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র তৃণমূল কংগ্রেসের মূল সংগঠনের সাথে যুব-ছাত্র- মহিলা ও শ্রমিক সহ সমস্ত শাখা সংগঠন সমূহের সমন্বয় জোরদার করতে হবে।জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটারদের এড়িয়ে সাংগঠনিক কর্মসূচী গ্রহণ পরিহার করতে হবে। জেলা জুড়ে বিজেপির বিভেদ, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান জেলা সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র।
জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার মামুদ হোসেন বলেন বিজেপি তে যোগদানকারী জেলার এক বিশ্বাসঘাতক নেতা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলার মেয়ে বলতে অস্বীকার করছেন। আমরা মেদিনীপুরবাসী সেই নেতাকে জেলার কলঙ্ক বলে মনে করি বলে দাবি করেন মামুদ হোসেন।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে ভাবে বাংলার ঝি-চাকরকে অপমান করছেন বাঁলার মানুষ তার মুখের মত জবাব দেবেন বলে হুশিয়ারি দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি