
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালিত প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত স্মৃতির স্মরণে কেএনসি চ্যালেঞ্জ ডিউজ ক্রিকেট প্রতিযোগিতায় আজ সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়।
সকালে প্রথম খেলায় কন্টাই কোচিং সেন্টার টসে জিতে ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে কন্টাই কোচিং সেন্টার। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে শেরপুর সিক্সাস।জয়ের জয়ে ১৬৮ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে ১৩.১ ওভারে মাত্র ৭০ রানে অল আউট হয়ে যায়। ফলে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ৯৭ রানে জয়লাভ করে। সৌনক প্রধান ২ ওভার বল করে ৬ রান দিয়ে ৩ উইকেট দখল করে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন।
পরে দিনের দ্বিতীয় খেলায় যে দুটি দল পরস্পর মুখোমুখি হয় তারা হল পিছাবনী ক্রিকেট একাডেমি ও দি পেট্রিয়ট ক্লাব।
টসে জিতে দি পেট্রিয়ট ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। তবে প্রতিপক্ষ তৌফিক খাঁনের পেস বোলিং এর সামনে পেট্রিয়ট মাত্র ১৭.২ ওভারে মাত্র ৮৭ রানে অল আউট হয়ে যায়। প্রত্যুত্তরে পিছাবনী ক্রিকেট একাডেমি ৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৩ রান করে।পিছাবনী ৮ উইকেটে জয়লাভ করে। ২.২ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন।
আগামিকাল মঙ্গলবার খেলা সকাল ৮ টায় বাড় চুনফলি পল্লিহিতা সংঘ বনাম আলহেরা ক্রিকেট একাডেমি। দুপুর ২ টায় শেরপুর সিক্সার বনাম প্রত্যয়ী গ্রুপ মুখোমুখি হবে।