
পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের কাজলা বকুলতলায় তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে কেন্দ্রীয় সরকারের পেট্রোল, ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়।
জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে আজকের এই কর্মসূচীর সূচনা করেন জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। বিক্ষোভ কর্মসূচীতে নেতৃত্ব দেন দেশপ্রাণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহঃ সভাপতি সেক বক্তিয়ার উদ্দিন, দেশপ্রাণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহঃ সভাপতি অসিত মন্ডল, কাঁথি শহর তৃণমূল যুব কংগ্রেসের সহঃ সভাপতি সেক সাত্তার, জাহির আলি খাঁন, সেক সফিউল আলি, সেক কেয়াম উদ্দিন, প্রবীর বেরা প্রমুখ নেতৃবৃন্দ।
জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার মামুদ হোসেন বলেন কেন্দ্রীয় সরকার কার্যত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।আন্তর্জাতিক বাজারে তেলের দাম তলানিতে ঠেকেছে। অথচ শুল্ক বাড়িয়ে কেন্দ্রীয় সরকার দিনের পর দিন পেট্রোল, ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলছে। লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম সেঞ্চুরির পথে।রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৮০০ টাকা ছুঁই ছুঁই।
করোনাকালে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক বাড়িয়ে ২১ লক্ষ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। সারা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামছাড়া। কেন্দ্রীয় সরকারের কোন হেলদোল নেই। রাজ্যে বিজেপি পরিবর্তন যাত্রার নামে বিদ্বেষ ও ঘৃণার ভাইরাস ছড়াচ্ছে আর নব্য বিজেপির নেতারা নিউটনের তৃতীয় সূত্রের কথা বলে হিংসায় উস্কানিতে মদত যোগাচ্ছেন বলে অভিযোগ করেন মামুদ হোসেন।
জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথই ভারতবর্ষে বিকল্প পথের দিশা দেখাবে বলে অভিমত প্রকাশ করেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন।