
অশোক নন্দ
ছোটো বেলার হারানো দিন
খুঁজতে গিয়ে দেখি।
সবই কেমন পাল্টে গেছে,
থিমটা তবু একই।
এখন যেটা ভেলেনটাইন,
করছে বাজার মাত।
স্কুল লাইফে সেটাই ছিল
বানীবন্দনার রাত।
ছোট্টোখুকি হঠাৎ লেডি,
রং লাগানো ঠোঁট।
ছেলে গুলো ধুতি পাঞ্জাবি
ছেড়েছে হ্যাট কোট।
মেয়েগুলো সেজেগুজে
কলকলিয়ে যায়,
ছেলেরা সব চপল চোখে
ইতিউতি চায়।
তখন কলেজ স্বপ্নপুরী
সকাল থেকেই সেথা।
মা ডাকছে খেয়ে যা তুই।
খাবার সময় কোথা।
লেডিজ মেসের পূজো ছিলো
সবচে বেশী মজার,
জামাই সাজে গিয়েছিলাম
মনে আছে সেবার।
উর্বশী আর অপ্সরা রা
ছড়িয়ে আছে সেথা।
তার মাঝে কে পছন্দসই?
বলবোনা সে কথা।
এখন এই বৃদ্ধ বয়স
ভাবছি সে দিন কোথা?
কোথায় লাগে ভেলেনটাইন,
জয় সরস্বতী মাতা।
বিদ্যা স্থানে ভয়ে বচ,
মূল মন্ত্র সাথে-
ভগবতী ভারতী (হে)দেবী নমস্তে।।
শ্রী শ্রী ভ্যালেনটাইন দেবায় নমঃ।