
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সিনেমা মোড় এলাকায় একাধিক স্বাস্থ্য সাথীর ফর্ম পাওয়া গেল ড্রেনের মধ্যে থেকে।এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্য সাথীর কার্ডের কার্যকারিতা নিয়ে গোটা রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক চাপান উতোর।রাজ্য শাসক দল ও বিরোধী দল গুলির মধ্যে এই কার্ডকে ঘিরে বিবাদ তুঙ্গে।বিরোধীদের আবার দাবি এটা শাসকের রাজনৈতিক গিমিক। ঠিক সেই সময় একাধিক স্বাস্থ্য সাথীর ফর্ম পাওয়া গেল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সিনেমা মোড় এলাকায় ড্রেনের মধ্যে থেকে।
শনিবার সকালে স্থানীয় মানুষজন হলদিয়া- মেচেদা রাজ্য সড়কের মহিষাদলের সিনেমা মোড় এলাকায় ড্রেনের মধ্যে ২০- ৩০টি স্বাস্থ্য সাথীর ফর্ম পড়ে থাকতে দেখেন। এরপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ড্রেনের মধ্যে পড়ে থাকা ফর্ম গুলি রামনগর- ১ ব্লকের। গত ২০১৯ সালে এই সমস্ত ফর্মগুলি জমা পড়েছিল। ফলে একে ঘিরে আক্রমন শুরু করেছে বিরোধীরা।তাঁদের দাবি নির্বাচনের পরে এই ফর্ম বা কার্ড কাজে আসবেনা বলেই ড্রেনে ফেলে দেওয়া হয়েছে।যদিও শাসক দলের নেতাদের থেকে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।উল্টে তাঁদের দাবি বর্তমান রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা কেউ চক্রান্ত করে ঘটিয়েছে।তাই প্রশাসনকে ঘটনাটি তদন্ত করে দেখার দাবি জানানো হয়েছে।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)