
সোমবার থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের পাইকপাড়া গ্রামীণ হাসপাতাল দ্বিতীয় পর্বের কোভিড ১৯ টিকাকরণ কর্মসূচির সূচনা হল ।
এই দিন স্বাস্থ্যকর্মী থেকে ব্লকের প্রশাসনিক আধিকারিকেরা টিকা পেলেন। যারা মহামারি করোনা ভাইরাসের মোকাবিলায় কোভিড যোদ্ধা হিসেবে কাজ করেছেন তাদেরকে টিকাকরণ দেওয়া হলো সোমবার।এইদিন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে আইসিডিএস কর্মী, এবং একাধিক প্রশাসনিক আধিকারিকদের দেওয়া হলো দ্বিতীয় পর্বের টিকাকরণ ।
এই দ্বিতীয় পর্বের টিকাকরনে টিকা নিতে দেখা যায় কোলাঘাট বিডিও মদন মন্ডল ও কোলাঘাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গৌর মালিকে। প্রসঙ্গত উল্লেখ মহামারী করোনা ভাইরাসের মোকাবিলায় নেমে কোভিড আক্রান্ত হতে দেখা গিয়েছিল কোলাঘাট বিডিও মদন মন্ডলকে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে এক আইসিডিএস কর্মী জানান প্রথম প্রথম ভয় লাগলে অবশেষে বুঝলাম এটাতে কোন ভয়ের কারণ নেই এটা আমাদের সুবিধার জন্যই, আগামী দিনে আমরা নিশ্চিত থাকবো এই মহামারী ভাইরাস থেকে আমরা মুক্ত, পাশাপাশি বিডিও জানান ধীরে ধীরে সমস্ত মানুষজনকে টিকাকরণ দেওয়া হবে তবে এ টিকাকরণ নিয়ে কোন ভয়ের কিছু কারণ নেই।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্প লাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্প লাইন নম্বরও।
• সার্বিক হেল্প লাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)