
পশ্চিমবঙ্গ রাজ্য পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বানে গত ৩৯ দিন ধরে কোলকাতার রানী রাসমনী রোডে পেশাগত দাবীদাওয়ার ভিত্তিতে পার্শ্ব শিক্ষকেরা অবস্থান রত রয়েছেন । সমস্যা সমস্যা সমাধানের লক্ষে ইতিমধ্যে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জীর দৃষ্টি আকর্ষণ করেছেন ।
তার মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব রবিবার সকালে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্রের হস্তক্ষেপ প্রার্থনা করে জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন ও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরির সঙ্গে দেখা করেন । এই পার্শ্ব শিক্ষকেরা তাঁদের কাছে স্মারকলিপি প্রদান করেন ।
পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন অখিলেশ সুর, ভগীরথ ঘোষ,আতাউর রহমান,মহঃ আহমদ উল্লাহ্ খাঁন,সেক সেলিম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ ।
পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার মামুদ হোসেন জানান আজ জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সভায় পার্শ্ব শিক্ষকদের বিষয়টি উত্থাপন করা হবে ।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)