
মা-মাটি-মানুষ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে শনিবার কাঁথি শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস কে দেশনায়ক দিবস হিসাবে পালিত হয় ।
দুপুর ১২-১৫ মিঃ সময়ে দলীয় কার্যালয়ে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মক্ষণে শতাধিক মহিলার শঙ্খধ্বনির মাধ্যমে স্মরণ করা হয় । কর্মসূচী তে নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন , জেলা তৃণমূল নেতৃত্ব রত্নদীপ মান্না , প্রাক্তন কাউন্সিলর আবদুর রব , বিকাশ বারিক , আইনজীবি দেবব্রত আইচ , রীনা দাস প্রমুখ নেতৃবৃন্দ ।
কাঁথি চৌরঙ্গী মোড়ে নেতাজী জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, জেলা পরিষদেরকোমেন্টর হাবিবুর রহমান, হরিসাধন দাস অধিকারী, আমিন সোহেল, দেবাশীষ পাহাড়ী, বিকাশ বারিক,যুব নেতা ইমরান আলি খাঁন প্রমুখ নেতৃবৃন্দ ।
দেশপ্রাণ ব্লকের দুরমুঠ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে নেতাজী সুভাসচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস পালনে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, আইনজীবি ইকবাল হোসেন, প্রবীর বেরা,সেক সাত্তার,হোসেন আলি,সিন্টু মাইতি, সেক সফিউল আলি প্রমুখ নেতৃবৃন্দ ।
প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন তাঁর বক্তব্যে নেতাজী সুভাসচন্দ্র বসু র দেশপ্রেম, জাতীয়তাবোধ ও ধর্মনিরপেক্ষতার আদর্শকে অক্ষুণ্ণ রাখার আবেদন জানান। উগ্র জাতীয়তাবাদের নামে ঘৃণা, বিদ্বেষ ও বিভেদের রাজনীতি র বিরুদ্ধে নেতাজীর বহুত্ববাদ ও সর্বধর্ম সমন্বয় বজায় রাখতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে ব্রতী হওয়ার আহ্বান জানান মামুদ হোসেন।