
ফের উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলস্ত পটাশপুরে।অভিযোগ রাতের অন্ধকারে রাজ্যের শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাসে পরিবেশ তৈরীর চেষ্টা চালালো। এই দুষ্কৃতীরা এলাকার বাসিন্দা বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর করে লুটপাট চালায় বলে অভিযোগ।বিজেপির আরো অভিযোগ তৃনমূলের এই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে মহিলাদেরকেও মারধর করেছে।এই হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পটাশপুর থানার তুলসীচারা এলাকা।
রাজ্যের শাসক দল তৃনমূল অবশ্য তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।এই ঘটনায় বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ি করেছে তৃনমূল।
বিজেপির কাঁথি সাংঠনিক জেলার সভাপতি অনুপ মাইতির অভিযোগ রাজ্যের শাসক দল সন্ত্রাস করতে এলাকায় বহিরাগত দুষ্কৃতীদের আমদানি করেছে।এই বিজেপি নেতার অভিযোগ দুষ্কৃতীরাই বোমবাজী করে, বাড়িতে হামলা করে, লুঠপাঠ চালিয়ে সন্ত্রাস সংগঠিত করার চেষ্টা করেছে।
অনুপ বাবুর অভিযোগ ভোট যত এগিয়ে আসছে পায়ের তলায় মাটি হারিয়ে বেকায়দায় পড়ছে তৃনমূল।বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী জানিয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের ৪০ জন বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা ভাঙচুর বোমাবাজি ও লুটপাট চালিয়েছে দুস্কৃতীরা । বাধা দিয়ে আক্রান্ত হয়েছেন মহিলা, শিশু, বৃদ্ধ সকলেই । ঘটনার পর থেকেই নিরাপত্তার অভাববোধ করছেন তাঁরা । তাই শুক্রবার সকাল থেকে তুলসীচারায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান আতঙ্কিত মানুষজন ।
তৃনমূলের নেতা মামুদ হোসেন অবশ্য এই ধরনের হামলার কথা অস্বীকার করেছে।মামুদ বাবুর দাবি শুভেন্দু অধিকারীরা বিজেপিতে ঢোকার পরে সেই দলে নব্য ও পুরানো কর্মীদের মধ্যে সংঘাত চরমে।তার জেরেই এই হামলা।