
এবার অভিনব উপায়ে এক মহিলার কাছ থেকে সোনার গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটলো।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে সেন্ট্রাল বাসস্ট্যান্ডে।
কাঁথি শহরের বুকে এমন ছিনতাইর ঘটনার রীতিমত আতঙ্কিত শহরবাসী। কাঁথি থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত মহিলা।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাঁথির শ্রীরামপুরে বাসিন্দা গৌরি জানা ব্যাক্তিগত কারনে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে আসেন । সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন মন্দিরের সামনে দাঁড়িয়ে ছিলেন।তখনই এক পথ চলতি ব্যক্তি এসে ওই মহিলাকে বলেন তিনি শৌচাগারে যাবেন, তাই তাঁর ব্যগটি ধরতে বলেন। এর কিছুক্ষণ পরে ওই মহিলা বেহুশ হয়ে পড়েন। তার পর ওই মহিলার যখন জ্ঞান ফিরে দেখেন তার কাছে থাকা গলার সোনার হার, কানের দুল ও নগদ টাকা নেই।জ্ঞান ফেরার পরে এই ঘটনা নজরে আসতেই চিৎকার চেঁচামেচি শুরু করেন ।
স্থানীয়দের থেকে জানা গেছে এই মহিলাকে মন্দিরের সামনে পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয় ।তাঁকে ডাকাডাকি করে তোলার পরেই সমস্ত ঘটনা জানতে পারেন । এর পরেই স্থানীয়রা ওই মহিলাকে একটি টোটো করে হাসপাতালে নিয়ে আসেন।সেখান থেকে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের স্থানীয় বাসিন্দারা হাসপাতালে এই মহিলার প্রাথমিক চিকিৎসার পর কাঁথি থানায় হাজির হয়। কাঁথি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ভিওিতে ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ।তবে এই ঘটনাটা জানাজানি হতেই শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়।পুলিশকে দ্রুত এই কান্ডের আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা