
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লক অন্তরগত বরোজ ৪ পঞ্চায়েত এলাকার ব্রোজ পাওয়ার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ৪ দিন ব্যাপি পৌষ মেলা উপলক্ষ্যে রক্তদান শিবির ও ঈশ্বর সুব্রত বাগ স্মৃতি স্মরণে ৮ দলিয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো।রবিবার সেই প্রতিযোগিতা শেষ হলো।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৮ টি দল হল তমলুক নারায়নী নার্সিং হোমে, এ এস রেনবো, হলদীয়া ব্লু ষ্টার, জুখিয়া জে সি টি, কোলাঘাট, কন্টাই রিলেসান,কন্ঠীবাড়ি সৃজনী, রাসান ও তমলুক খেলাঘর। ফাইনাল ম্যাচে অংশ গ্রহনকারী দুটি দল হল তমলুক নারায়নী নার্সিং হোমে ও এ এস রেনবো। টসে জিতে এএস রেনবো ব্যাটিং করার সিন্ধান্ত নেয়।
নির্ধারিত ১২ ওভার খেলায় ১০ ওভার ৩ বলে মাত্র ৭৯ রান করে সকলে আউট হয়ে যায়। পরে ব্যাট করতে নেমে তমলুক নারায়নী নার্সিং হোমে ৮ ওভার ৪ উইকেট হারিয়ে ৮০ রান করে জয়ের শিরোপা লাভ করে। চ্যাম্পিয়ন দল কে সুদৃশ্য ট্রফি সহ নগদ ৪০ হাজার টাকা এবং রানার্স দল কে সুদৃশ্য ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়। ম্যান অফ দি ফাইনালে নির্বাচিত হন তমলুক দলের সুদীপ্ত দাস, সেরা খেলোয়াড় নির্বাচিত হন তমলুক দলের অঙ্কুস সিং।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ক্লাবের সভাপতি মনীভূষন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী, খেজুরী ১ ব্লক স্পোর্টস এর সম্পাদক রাজ কুমার সামন্ত, বরোজ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নির্মল কুমার পাত্র, বিশিষ্ট সমাজসেবী শশাঙ্ক দাস, ট্রফি দাতা স্বপ্ননীল বাগ ও সবুজ দাস।
সবাই কে ধন্যবাদ জানান ক্লাবের সম্পাদক বাসুদেব দাস ও ক্রীড়া সম্পাদক অরূপ বাগ।