
শনিবার পূর্ব মেদিনীপুরে রাজ্যের শাসক দলের কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভা হল ।
আগামী ১৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা তেখালি চলোর সমর্থনে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সভাতে উপস্থিত ছিল রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত রাজ্য কমিটির সদস্য আবেদ আলী খান, কন্টাই টাউন এর সভাপতি শুভদীপ গিরি, জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ সাজিদ ও অয়ন জানা, জেলা কমিটির সম্পাদিকা অন্তরা দাস এবং জেলা কমিটির মেম্বার শেখ মাসুম, তিতুন শুভ্র দাস, কাঁথি ১ ব্লকে তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি শেখ মোস্তাক উদ্দিন ও তিন নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নিতাই বারিক, দেশপ্রাণ মহাবিদ্যালয় ইউনিট সভাপতি নিমাই দাস ও কাঁথি পিকে কলেজ এর টিএমসিপি ইউনিট সভাপতি শেখ ইমরান।আজ এই সভায় জেলার ছাত্র নেতা রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত সদস্য আবেদ আলী খানকে সংবর্ধনা জ্ঞাপন করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।
এই সভায় তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা আগামী ১৮ তারিখ নন্দীগ্রামে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভায় তিন লক্ষ তৃণমূল কর্মীদের জমায়েত করার দলীয় সিদ্ধান্তকে সফল করার শপথ নেন ।
তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে এই জেলার প্রতিটি বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের গত দশ বছরে নেওয়া ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্পের তালিকা পৌঁছে দেবেন এবং কীভাবে এই জেলার পড়ুয়ারা এর থেকে সুযোগ সুবিধা পেয়েছেন তা মানুষের সামনে তুলে ধরবেন