
রাজ্যের শাসক দলের নেতার ছেলের কুকর্ম সামনে এলো । এর জেরে ছড়ালো উত্তেজনা।অভিযোগ জোর করে বাড়ি ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠলো এক তৃনমূল বুথ সভাপতির ছেলের বিরুদ্ধে। নিগৃহীতা নাবালিকার পরিবারের সদস্যদের অভিযোগে ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে।
পটাশপুর থানার পুলিশ জানিয়েছে ধৃত যুবক বিশ্বরঞ্জন পাল। বুধবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পটাশপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় গ্রামের এক নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঢুকে পড়ে অভিযুক্ত বিশ্বরঞ্জন বলে অভিযোগ। নাবালিকাকে ধর্ষনের চেষ্টা করে ওই যুবক বলে অভিযোগ। নাবালিকার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে অভিযুক্ত পালিয়ে যায়। এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা বলে অভিযোগ।
মঙ্গলবার বিকালে নাবালিকার পরিবারের পক্ষ থেকে পটাশপুর থানার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে রাতেই অভিযুক্ত বিশ্বরঞ্জনকে গ্রেফতার করে।ঘটনাটিকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)