
আগামী ১৮ তারিখ পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার দেড় সপ্তাহ আগে আচমকা বুধবার ১ দিনের সফরে পূর্ব মেদিনীপুর আসছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
নিজের সেই সফরের কথা ট্যুইট করে জানিয়েছেন তিনি ।জানিয়েছেন এই সফরে সঙ্গে থাকছেন তাঁর স্ত্রী সুদেশ ধনকড়।
Governor WB Jagdeep Dhankhar and Mrs Sudesh Dhankhar will visit TAMLUK, Purba Medinipur on January 6,2021.
Governor will offer prayers at Maa Barghobhima Mandir and visit to Archaeological Museum.
Interaction with media will be at Circuit House, Kolaghat at 1.30 PM tomorrow.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 5, 2021
রাজ্যপাল তাঁর ট্যুইটারে জানিয়েছেন, ৬ জানুয়ারী তিনি প্রথমে তমলুকের বর্গভীমা মন্দিরে যাবেন। সেখান থেকে আর্কিওলজিক্যাল মিউজিয়ামে যাবেন। এরপর বেলা ১.৩০টা নাগাদ তিনি কোলাঘাটের সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন। আচমকা রাজ্যপালের এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছে।
গত ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী।তার পর থেকেই বদলাচ্ছে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক পরিস্থিতি। গত কয়েক দিনে নন্দীগ্রাম, পটাশপুর, কাঁথি, রামনগর সহ জেলার একাধিক জায়গায় বিজেপির কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।সেই পরিস্থিতিতে রাজ্যপালের আগমন নতুন কোন চমক দেয় কিনা সে দিকে তাকিয়ে সকলে
( জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্প লাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বর গুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্প লাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১ ৮ ০ ০ ৩ ১ ৩ ৪ ৪ ৪ ২ ২ ২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্প লাইন নম্বর: ০৩৩ – ২৩৫৭ ৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্প লাইন নম্বর: ০৩৩ – ৪০৯০ ২৯২ )