
কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল মর্যাদা পেতে চলেছেন শুভেন্দু অধিকারী৷ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া-র চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হচ্ছে তাঁকে৷ জানুয়ারি থেকেই নতুন দায়িত্ব নিতে পারেন শুভেন্দু অধিকারী৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইচ্ছেতেই তিনি এই দায়িত্ব পেতে চলেছেন বলে খবর৷
প্রসঙ্গত, শুভেন্দু এর আগে রাজ্যে এইচআরবিসি এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। ছিলেন তৃণমূলের বিধায়ক, মন্ত্রী এবং সাংসদও। সব ত্যাগ করেই তিনি মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সভায় বিজেপিতে যোগ দেন।
বৃহস্পতিবার দিল্লি থেকে শুভেন্দু অধিকারীর জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া-র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার খবর এসেছে দলের রাজ্য দফতরে।
উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার আগেই শুভেন্দু অধিকারীর জন্য জেড-ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়েছে তাঁকে।
সূত্রের খবর, ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রক থেকে শুভেন্দু অধিকারীকে ফোন করা হয়েছে। তাঁর বায়োডাটা চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যানের এই পদ কেন্দ্রীয় মন্ত্রীর পদের সমান। কেন্দ্রের কোনও মন্ত্রী যে সব সুবিধা পান সে সকল সুবিধা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকেও দেওয়া হয়।
গেরুয়া শিবির সূত্রে খবর, জেড ক্যাটেগরির নিরাপত্তা পেলেও কোনও পদে ছিলেন না তিনি। শুভেন্দু সাংসদও নন, ফলে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করা যাচ্ছেনা। এই সমস্যার সমাধানে তাই একদা তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে এবার ক্যাবিনেট মন্ত্রীর সমতুল পদ দেওয়ার উদ্যোগ নিলো বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। তাই তাঁকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিয়োগ করার পরিকল্পনা নেওয়া হল ।