
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের ৩ নং ওয়ার্ডের দারুয়া ফাইভ স্টার ক্লাবের আয়োজনে মনসাতলা মাঠে ওয়ানডে নক আউট ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়। এই প্রতিযোগিতায় ১৬টি ফুুটবল দল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতাকে ঘিরে উত্তেজনা চরম আকার নেয় ।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডাঃ আবেদ উদ্দিন, বুদ্ধদেব দাস, দীপু আলি খাঁন, সেক সাত্তার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মনোহরচক কলা একাদশ ও রানার্স হয় ধনদীঘি ডিএমএসই।পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন, দীপু আলি খাঁন, আবদুল সাত্তার,সেক মুরসোলিন,সন্টু বেরা প্রমুখ সমাজসেবী গণ।
সুষ্ঠুভাবে টুর্নামেন্ট পরিচালিত হওয়ায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ক্লাবের সভাপতি সেক জামির,সহঃ সভাপতি সেক হাবিব,সম্পাদক সেক হরমুজ, সহঃ সম্পাদক সেক রমজান প্রমুখ কর্মকর্তাগণ।প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন বলেন আজ বছরের শেষ দিন।বিশ সাল করোনা বিষেই অতিবাহিত হল।নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মামুদ হোসেন।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্প লাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্প লাইন
নম্বর গুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্প লাইন নম্বরও।
• সার্বিক হেল্প লাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্প লাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্প লাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)