
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-১ ব্লকের কলাগেছিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন দলীয় কার্যালয়ে আয়োজিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা কোর কমিটির সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস, খেজুরী-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য বিমান নায়ক, নির্মল পাত্র, স্বপন দাস,নৌসেদ আলি প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে কলাগেছিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পরমেশ্বর মণ্ডল, সভাপতি সেক ইয়াসিন আলি সহ ১১ জনের কার্যালয় কমিটি গঠিত হয়।সেই সাথে কলাগেছিয়া অঞ্চলের ১৭ টি বুথের সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়।
জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মামুদ হোসেন বলেন পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে বিজেপির বিভেদের রাজনীতি পরাস্ত করতে বুথ স্তর থেকে মানুষ জোট বাঁধছেন।বিজেপি সহ বিভিন্ন বিরোধী দল থেকে অগণিত মানুষ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয় বারের জন্য ক্ষমতায় অধিষ্ঠিত করতে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে সামিল হচ্ছেন। দলের মধ্য থেকে যারা অন্তর্ঘাত করে রাতের অন্ধকারে বিজেপির সহায়তা করছেন তাঁদের চিহ্নিত করে কড়া দলীয় অনুশাসনের কথা উল্লেখ করেন মামুদ হোসেন।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)