
ইন্দ্রজিৎ আইচ
করোনা আবহে এখন প্রায় সব সিনেমাই মুক্তি পাচ্ছে ওটি টি প্লাটফর্মে। আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার ওটিটি প্লাটফর্মে র নিউ ফ্লিক্স এ মুক্তি পাচ্ছে তান এর পরিচালনায় আড়াই ঘন্টার হিন্দি ছবি “অমর প্রেম”।
গোলপার্ক এ এক নামজাদা হোটেলে এক সাংবাদিক সম্মেলনে ছবির পরিচালক তান জানালেন একেবারে অন্য ধারার ছবি অমর প্রেম।এটি বহু পুরোনো একটি হিন্দি ছবি “প্রেম রোগ” এর হিন্দি ছবির রিমেক ভার্সান।
সম্পূর্ণ নতুন ভাবনায় ভালোবাসার গল্প এই হিন্দি ছবি অমর প্রেম। বাস্তব জীবনে যা ঘটে তাই নিয়ে এই ছবি নির্মিত হয়েছে। সমাজ কে একটা মেসেজ দেওয়া হয়েছে এই ছবি র মাধ্যমে।সহ পরিচালনা শিখা সিনহা ও বিপিন সিংহ। এই ছবির কাহিনী- চিত্রনাট্য ও সংলাপ অমিত। মেক আপ করেছেন সুজিত ঠাকুর। সম্পাদনা লুভ, চিত্রগ্রহণ নিলেস পান্ডে । প্রযোজনা করেছেন নিউফ্লিক্স।
এই ছবিতে অভিনয় করেছেন নেহাল বাদলিয়া, সুফি, হাসান খান, চন্দ্রিমা ব্যানার্জী (ছবির নায়িকা) , জয়তি ঠাকুর, কুন্দন ভরদ্বাজ, কাজল আগারওয়াল, সিদ্ধার্থ প্যাটেল, ফাহমিদা খান, রঞ্জিত ঝা, বিপিন সিং, মনোজ সিং, নিতেশ পান্ডে, নিলেশ প্যাটেল, লুভকিসেন ও ভিভান। আড়াই ঘণ্টার এই হিন্দি ছবি ” অমর প্রেম”।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)