
পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের দুরমুঠ ইসলামিয়া মাদ্রাসা বাহারুল উলুম – শিক্ষা প্রতিষ্ঠানের জরাজীর্ণ ভবন বিগত আমফান দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় । সরকারী অনুদান ও মাদ্রাসার নিজস্ব তহবিলের অভাবে আজও মেরামতি করা সম্ভব হয়ে উঠেনি ।এ অভিযোগ করেছেন এলাকাবাসী ।
স্থানীয়রা আরও জানিয়েছেন এখানে পঠনপাঠনের জন্য শ্রেণীকক্ষের অভাব।ফলে সমস্যায় পড়ে মাদ্রাসা ধুঁকছে । এই মাদ্রাসায় কম্পিউটার ও কারিগরী প্রশিক্ষণ সহ আধুনিক শিক্ষা প্রদানের সুব্যবস্হা পরিকাঠামোর অভাবে সঙ্কটের মুখোমুখি । স্হানীয় জনসাধারণের আর্থিক সাহায্যে আজ সংলগ্ন ভবনের দোতালার ছাদ ঢালাইর কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয় ।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, মাদ্রাসা কমিটির সম্পাদক সেক রুহুল আমিন, শিক্ষক জোবেদ আলি খাঁন, সেক ইদ্রিস আলি ,হাজী সেক ইয়াসিন আলি,সেক লুৎফর রহমান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন দুরমুঠ মাদ্রাসার সরকারী অনুমোদন ও অনুদান প্রদানের জন্য রাজ্য সরকারের সংখ্যালঘু দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা কে ই-মেইল বার্তা পাঠানো হয়েছে।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্প লাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্প লাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্প লাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)