
পূর্ব মেদিনীপুর জেলার সদর তমলুক শহরের আট নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দির।অন্যান্য দিনের মত মঙ্গলবার রাত্রে মন্দির বন্ধ করে পাশেই বাড়িতে যান পুরোহিত। বুধবার সকালে অন্যান্য দিনের মত মঙ্গল আরতি করার জন্য মন্দিরের সেবকরা ভোর চারটার সময় মন্দিরে আসেন। তখন দেখেন মন্দিরের উত্তর দিকের পুকুরপাড়ের গেটের তালা ভাঙা অবস্থায়। তাঁরা চমকে যান ।
তাঁরা ভেতরে ঢুকে দেখেন মন্দিরের আলমারির সব জিনিসপত্র উলটপালট হয়ে পড়ে আছে এবং ঠাকুরের সোনার গহনা, রুপার গহনা ও জিনিসপত্র ও মুকুট চুরি হয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি চুরি যাওয়া সামগ্রীর মূল্য প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা।শুধু গহনা নয়,একই সাথে মন্দিরের কিছু নগদ অর্থ সহ প্রণামী বাক্স চুরি হয়েছে। মন্দির কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে মন্দির চত্বরে সিসিটিভি ছিল না।তমলুক থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ।
তমলুক শহরের একদম প্রাণকেন্দ্রে মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে রয়েছে উপ সংশোধনাগার, কোর্ট, সহ আরো গুরুত্বপূর্ণ দপ্তর আর এই এলাকায় চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্প লাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্প লাইন
নম্বর গুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্প লাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)