
কেন্দ্রের বিজেপি সরকারের কৃষকস্বার্থ বিরোধী কেন্দ্রীয় কৃষি আইন ও বিদ্যুৎ নীতি বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলনে বসেছে কৃষকেরা।সেই আন্দোলনের সমর্থমনে পূর্ব মেদিনীপুর জেলায় সারা ভারত কৃষক ও ক্ষেতমজদুর সংগঠনের পক্ষ থেকে তমলুক ও কাঁথিতে ধর্না অবস্থান চলছে গতকাল থেকে।
আজ অবস্থানের দ্বিতীয় দিনে কৃষক রমণীরা যোগদান করে। কৃষক আন্দোলনের সমর্থনে গান- আবৃত্তি পরিবেশিত হয়।আন্দোলনকারী কৃষকদের সংবর্ধনা জানান অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদিকা রিতা প্রধান এবং অল ইন্ডিয়া ডি ওয়াই ও’র জেলা সভানেত্রী স্নেহলতা সাউ সহ অন্যান্যরা।
বক্তব্য রাখেন এস ইউ সি অাই (কমিউনিস্ট) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেরা, কৃষক নেতা কার্তিক বেরা, এ আই এম এস এস -এর বেলা পাঁজা, সিক্তা মাজি, এ আই ডি ওয়াই ও’র সঞ্জয় মান্না, নারায়ন মান্না প্রমূখ। অবস্থান শেষে একটি দৃপ্ত মিছিল এস.ডি.ও. অফিস পর্যন্ত যায়। নেতৃবৃন্দরা জানান, আগামীকাল দেশজুড়ে প্রতীকী অনশন করার আহ্বান জানানো হয়েছে- দিল্লির কৃষক আন্দোলনের মঞ্চ থেকে।
সেই আহ্বানে সাড়া দিয়ে তমলুক ও কাঁথিতে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রতীকী অনশনে সামিল হবেন কৃষকরা। এই আন্দোলনে সকলকে সামিল হওয়ার জন্য বক্তারা আহ্বান জানান।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)