
এবার দক্ষিণ ২৪ পরগন জেলা কর্মরত পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বদলির দাবিতে আন্দোলনে শিকশশেরা। নিজেদের দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা ভবনে ডেপুটেশন দিলেন দক্ষিন ২৪ পরগনার কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা।
আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষিকারা নিজের জেলায় ফিরে এসেছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার কর্মরত ৫৮৬ জন শিক্ষক শিক্ষিকারা, যাদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এই সকল শিক্ষক-শিক্ষিকারা এখনো পর্যন্ত জেলাতে বদলি হয়নি।
আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ এই নিয়ে তাঁরা বারবার আবেদন করলেও কোন লাভ হয়নি।তাঁদের অভিযোগ কোন এক অজ্ঞাত কারনে তাঁদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই বাধ্য হয়েই তাঁরা তাঁদের অবিলম্বে নিজের জেলাতে বদলি হওয়ার জন্য এবার পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে ডেপুটেশন দিলেন।
আন্দোলকারী শিক্ষক শিক্ষিকারা হুমকি দিয়েছেন এর পরেও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়া হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃপক্ষ এই নিয়ে কিছু বলতে রাজী হয়নি
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)