
পিয়া গুপ্তা চক্রবর্তী
বৃহস্পতিবার বিশ্ব প্রতিবন্ধী দিবসকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রানিং বুলেট মাঠে উত্তর দিনাজপুর জেলা রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী সমিতির উদ্যোগে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। অনুষ্ঠানে প্রধান হিসাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পাল।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা, হেমতাবাদ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক।
কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পাল বলেন উত্তর দিনাজপুর রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী সমিতি দীর্ঘদিন ধরে সমাজের দুস্থ প্রতিবন্ধী ভাই বোনদের উন্নয়নে যে ভাবে কাজ করে চলেছে তা অভিনন্দন যোগ্য।তিনি বলেন প্রতিবন্ধী বলে আমরা আমাদের ভাই বোন দের ছোট করবোনা।প্রতিবন্ধী ভাই বোনেরা এমন অনেক অসাধ্য সাধন করেছেন যা আমাদের গর্বের।প্রতিবন্ধী সমাজের উন্নয়নে আমার যদি কোন প্রয়োজন হয় আমি নিশ্চয় সাহায্যের হাত বাড়িয়ে দেব বলে জানান।
কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা বলেন প্রতিবন্ধী ভাই বোনেরা আমাদের পরিবারেরই একজন।আমরা তাদের প্রতিবন্ধী বলে ছোট করবোনা।আমরা সবাই চেষ্টা করবো কি ভাবে তাদের আরো উন্নয়ন করা সম্ভব সেটাই দেখতে হবে।উত্তর দিনাজপুর রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী সমিতির সম্পাদক বিপ্লব বিশ্বাস বলেন বিশ্ব প্রতিবন্ধী দিবসে আমাদের সংগঠন সিধান্ত নিয়েছে আমরা আমাদের সংগঠনের সদস্যদের কাছ থেকে বার্ষিক যে সদস্য চাঁদা নিতাম তা বন্ধ করে দিলাম।এখন থেকে এই সংগঠনের সদস্য হতে গেলে কাউকেই কোন সদস্য চাঁদা দিতে হবেনা।
সংগঠনের সভাপতি প্রদীপ রায় বলেন প্রতিবন্ধী ভাই বোনদের অনেক ক্ষেত্রেই কিছু কিছু ব্যক্তি আছে যারা প্ৰতবন্ধির সুযোগ নিয়ে তাদের নানা ভাবে হয়রানি করা হচ্ছে তা বন্ধ করতে হবে বলে দাবি করেন।আজকের এই অনুষ্ঠানে আনুমানিক একহাজার প্রতিবন্ধী ভাই বোনেরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করে।