
প্রদীপ কুমার সিংহ
মংগলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ড। বাড়িতে গ্যাস সিলিন্ডার অসতর্কভাবে চালানোর জন্য সিলিন্ডার বাস্ট করে তার থেকে ছড়িয়ে পড়ে আগুন।আর তারপরে সেই আগুনে বাড়ি ভষ্মীভূত হয়। চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত চাম্পাহাটি রায়পুরে সঞ্জীব কুমার ঘোষের বাড়িতে। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা সাড়ে ছটার পরে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
দুর্ঘটনার পরে এলাকার লোকেরা বাড়ির পাশের পুকুর থেকে জল নিয়ে আগুন নেভাবার চেষ্টা করে।খবর দেওয়া হয় দমকলে।খবর পেয়ে সোনারপুরে ফায়ার-ব্রিগেডের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে ।এলাকাবাসীর অভিযোগ দুর্ঘটনার খবর দেওয়ার প্রায় এক থেকে দুই ঘন্টা পর দুখানা দমকলের ইঞ্জিন গাড়ি এখানে আসে। একটা নরেন্দ্রপুর থেকে ইঞ্জিন আসে আরেকটা সোনারপুর থেকে আসে।
তবে এখানে দুটি দমকলের ইঞ্জিন আসার আগেই স্থানীয় মানুষরা বালতি দিয়ে জল এনে আগুন নিভিয়ে ফেলে।
ওই বাড়ির আগুনের লেলিহান শিখা এত ভয়াবহ আকার নেয় স্থানীয় বাসিন্দারদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সোনারপুর থানার খবর গেলে সোনারপুর থানা পুলিশ ও সঙ্গে সঙ্গে দৌড়ে আসে।তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।আগুনে বাড়ির বেশীর ভাগ সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।এর জেরে এলাকাবাসী ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।
এলাকাবাসীর অভিযোগ দমকল দুর্ঘটনার খবর পাওয়ার পরেই সেই ভাবে গুরুত্ব দেয়নি।দেরী করে ঘটনাস্থলে এসেছে।এর কারনেই এতো ক্ষতির মুখে পড়তে হয়েছে দুর্ঘটনাগ্রস্থ পরিবারকে।তাঁরা আরো অভিযোগ করেছেন দুর্ঘটনার পরেই স্থানীয় যুবকেরা আগুন নিয়ন্ত্রনে এক সাথে অনেকে ঝাঁপিয়ে না পড়লে , পার্শ্ববর্তী কিছু বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তো।তাতে ক্ষতি হোত আরো কয়েকটি পরিবারের।