
বাড়ি থেকে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক পর্যটকের। এছাড়াও মৃত্যু হয়েছে আর এক যুবকের।মঙ্গলবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবকের অকালে মৃত্যুর জেরে শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে
জানা গেছে মঙ্গলবার ভোর ৫টা নাগাদ হেঁড়িয়ার ঠাকুরনগর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা হয়। এর কবলে পড়ে কোলকাতার নাদিয়াল বাসিন্দা পর্যটক স্বাক্ষর পাল (৩০) এর মৃত্যু হয়।সেই সাথে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের মান্দারপুর গ্রামের যুবক পেশায় লরির খালাশি অপু আলি খান (৩৫) এর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন ভোর রাতে কোলকাতার নাদিয়ালের দুইজন বাসিন্দা পর্ষটক দিঘা বেড়াতে আসার জন্য রওনা দেয়।দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে হেঁড়িয়া ঠাকুরনগর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোন ভাবে নিয়ন্ত্রন হারিয়ে পর্ষটকের গাড়ি সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনার কবলে পড়ে পর্ষটকের গাড়িটি দুমড়ে
মুচড়ে যায়।
খবর পেয়ে হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িটি উদ্ধার করে নিয়ে আসে। দুটি গাড়ির আহত চার জনকে উদ্ধার করে হেঁড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভর্তি করেন। সেখানে জুই জনের মৃত্যু হয়। ঘটনার লরিতে থাকা দুটি গরুর মৃত্যু হয়েছে বলে জানাগেছে। সেখানে একজন পর্ষটক সহ দুই জনের মৃত্যু হয়।এছাড়াও গুরুত্বর জখম আরও দুজন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।এর মধ্যে একজন পর্যটকও আছেন।