
দাদার অনুগামী পোস্টার ভর্তি গাড়ি আটকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় তৃণমূল যুব কর্মীরা।সোমবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের হলদিয়া ব্লকের মিলন এলাকায়।উল্লেখ্য,গতকাল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হলদিয়া একটি মহামিছিল আয়োজিত হয়।আর সেকারণে গোটা হলদিয়া শহরে তৃণমূলের ব্যানার টাঙানো ছিল।
তবে রাতের অন্ধকারে তাদের ব্যানার খুলে দেয় বলে অভিযোগ।এই ঘটনার পর আজ শুভেন্দু অনুগামী পোস্টার ভর্তি গাড়ি এলাকায় এলে তাদের গাড়ি আটকে রেখে ভবানীপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।
এবিষয়ে তৃণমূলের যুব সভাপতি আজগর আলী বলেন,হলদিয়ায় দাদার অনুগামী বলে কেউ নি।সবার দিদির অনুগামী।তাই বহিরাগতদের এনে আমাদের দলীয় ব্যানার খুলে দাদার অনুগামী ব্যানার লাগাচ্ছে।
বিস্তারিত আসছে ……….