
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নং বলকের দুরমুঠে দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের পক্ষ থেকে কলেজ গেটের পাশে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আলোচনা সভা হয়।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের, পার্ট ওয়ান এবং পার্ট ২র পরীক্ষা সংক্রান্ত রুটিন গত ২৩ নভেম্বর দিয়েছে।ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাই আলোচনা সভা হয় ।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট অভ্যন্তরীণ পরীক্ষা এবছর সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের এছাড়া পার্ট ওয়ান এবং পার্ট ২ কলেজ পরীক্ষা নেবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কলেজ গেটের পাশে সমস্ত কিছু অনলাইনের ব্যবস্থা ছাত্র সংসদ থেকে করা হয়েছে। দেশপ্রান কলেজের অনেক ছাত্রছাত্রী প্রত্যন্ত গ্রাম থেকে আসে। যেমন কেউ ভাজাচাউলি , দেওয়ানচক, কানাই দিঘী, সরপাই, দারিয়াপুর, নামালডিহা।
এই সব জায়গা থেকে ছাত্রছাত্রীরা কলেজে সেখানে অনলাইনের ব্যবস্থা নেই,কোন কাফে নেই, তাই ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে জন্য ছাত্র সংসদ থেকে কলেজের পাশে অনলাইনের ব্যবস্থা রাখা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে, এই আলোচনা সভায় দেশপ্রাণ
মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সভাপতি আবেদ আলী খান, ছাত্রনেতা নিমাই দাস, তারাশঙ্কর পন্ডা, পুষ্পেন্দু বিকাশ বেরা, নিতাই বারিক, শুভম কান্তি দাস, অমৃত মাইতি, সোমনাথ আদক, অভিজিৎ মন্ডল, প্রমূখ
দেশপ্রাণ মহাবিদ্যালয় টিএমসিপি ছাত্র ইউনিটের সভাপতি আবেদ আলী খান বলেন আমরা সব সময় ছাত্র-ছাত্রীদের পাশে থাকি এবং তাদের সুবিধার্থে সমস্ত রকমের ব্যবস্থা করি, সারা বছরই এই ছাত্র সংসদ ছাত্র-ছাত্রীদের পাশে থাকি, এই আলোচনা সভায় প্রায় ৭০০ ছাত্র-ছাত্রী উপস্থিত হয়েছিল