
পিয়া গুপ্তা চক্রবর্তী
বিস্ফোরক সায়ন্তন বসু ।দাবি করেছেন তৃনমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার আগামি ৭ ডিসেম্বরের আগেই সংখ্যাগরিষ্ঠতা হারাবে। তখন পিসি ভাইপো ছাড়া দলে আর কেউ থাকবে না বলে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাধারন সম্পাদক সায়ন্তন বসু। উল্লেখ পরিবহন,সেচ ও জল সম্পদ উন্নয়ন মিন্ত্রী শুভেন্দু অধিকারি শুক্রবার সকালে মন্ত্রী সভা থেকে পদত্যাগ করেন ।
এর পর গতকাল রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে কালীঘাটে জরুরী বৈঠক বসেছিল।সায়ন্তন বলেন সেই বৈঠকের পর তৃনমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী ৭ ডিসেম্বর থেকে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনে নামার ঘোষনা করেছেন।সেই পদক্ষেপে কোন কাজ হবেনা বলে শনিবার রায়গঞ্জ সুভাষগঞ্জের ভি এল সি মোড়ে চা চক্রে অংশ নিয়ে বলেন বিজেপি সাধারন সম্পাদক সায়ন্তন বসু।
তৃনমূল কংগ্রেসের আন্দোলনে নামার যে ঘোষনা করেছেন সে প্রসঙ্গে সায়ন্তন বাবু জানান, সাতই ডিসেম্বর পর্যন্ত এই সরকার থাকবে না। সাত তারিখের আগেই এই সরকার সংখ্যা গরিষ্ঠতা হারাবে।মুখ্যমন্ত্রী আস্থা ভোট ডাকবে না, রাজ্যপালকে আস্থা ভোট ডাকতে হবে বলে জানিয়ে দিয়েছেন সায়ন্তন বসু। তৃনমূল কংগ্রেসে এর পর পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না বলে কটাক্ষ করেছেন বিজেপি সাধারন সম্পাদক সায়ন্তন বসু।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)