
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে বেআইনি মাছের ভেড়ি তৈরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করলেন স্থানীয়রা।
কোলাঘাট ব্লক মাছের ঝিল বিরোধী কৃষক সংগ্রাম কমিটির উদ্যোগে আজ ব্লক জুড়ে বেআইনী মাছের ঝিল তৈরির বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে ব্লকের বি ডি ও এবং বি এল অ্যান্ড এল আর ও’র কাছে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধি দলে ছিলেন কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক,সহ-সভাপতি প্রশান্ত কুমার আদক, যুগ্ম-সম্পাদক প্রশান্ত কুমার সামন্ত,ও দিলীপ সামন্ত প্রমুখ।
কমিটির অভিযোগ,জেলার মধ্যে কোলাঘাট ব্লক নিচু হওয়ার কারণে এলাকার জলনিকাশি সমস্যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে দোফসলী কৃষি জমিও নষ্ট হচ্ছে। সম্প্রতি ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তর মার্কণ্ডপুর মৌজায় প্রায় ১০০বিঘা কৃষিজমি নষ্ট করে মাছের ঝিল করার উদ্যোগ নিয়েছে বহিরাগত এক ঝিল মালিক। যার বিরুদ্ধে ইতিমধ্যে অনিচ্ছুক কৃষকেরা কমিটি গঠন করে প্রশাসনের দ্বারস্থ হয়েছে।
কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক বলেন, অবিলম্বে এ বিষয়ে ব্লক প্রশাসন কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)