
ইন্দ্রজিৎ আইচ
সাইন প্রোডাকশন এর পক্ষ থেকে সন্তু সিনহার উদ্যোগে একটি কিডস ফ্যাশন শো আয়োজন করা হয়েছিল অন লাইনে।এই শিশুদের গ্রুমিং এর দায়িত্বে ছিলেন দেবাশীষ দোলুই। সারা বাংলার ২৭ জন ছোট ছোট ছেলে মেয়ে দের সুন্দর পোশাক পরিয়ে ও তাদের ট্রেনিং দিয়ে স্টাইল করে হাঁটা, চলা ও ব্যাক্তিত্ব আনার ব্যাপারে খুব পরিশ্রম করতে হয়েছে দেবাশীষ কে।
সাইন প্রোডাকশন কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে সেই ২৭ জন কচি কাঁচা দের হাতে মেমেন্ট ও সাটিফিকেট তুলে দিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী মৌবনি সরকার, চিত্র পরিচালক ও সাইন প্রোডাকশন এর মূল কর্ণধার সন্তু সিনহা ও জনপ্রিয় ঘোষিকা ও শুন্য এর ফাউন্ডার রেশমী বাগচী। ছোটদের এই ফ্যাশন শো এর মিউজিক করেছেন পৃথিবী ব্যান্ডের অন্যতম গায়ক কৌশিক চক্রবর্তী। সকল অতিথি রা ছোটদের হাতে “সাইন কিডস আওয়ার্ড” মেমেন্ট ও সাটিফিকেট পুরস্কার তুলে দেন।সব মিলিয়ে সামগ্রিক ভাবে অনুষ্ঠানটি আকর্ষণীয় হয়ে উঠেছিল কলকাতা প্রেস ক্লাবে।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্প লাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্প লাইন
নম্বর গুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলি মেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্প লাইন নম্বরও।
• সার্বিক হেল্প লাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলি মেডিসিন সংক্রান্ত হেল্প লাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্প লাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)