
প্রদীপ কুমার সিংহ
ছেলের মোটর বাইকে করে দিদির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো এক গৃহবধূ।
রাস্তার উঁচু বাম্পার পেরানোর সময়ে বাইকের পেছনে বসা এই গৃহবধূ নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়।বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থায় এই গৃহবধূকে চিকিৎস্যার জন্যে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ।জানা গেছে সামান্যক্ষন পর সেখানে মৃত্যু হয় তাঁর। মৃতা মহিলার নাম সবিতা মন্ডল(৫৩)। বাড়ি সোনারপুর থানা অন্তর্গত বর্শিয়ায়। ছেলের নাম বিজু মন্ডল। দুর্ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা অন্তর্গত কাটাখালের কাছে।
পরিবারের সূত্রে খবর, দিদির বাড়ি থেকে ছেলের মোটর বাইকে করে মা সবিতা আসছিল নিজেদের বাড়িতে। কাটাখালে কাছে বাম্পার পেরোতে গিয়ে মোটর বাইকের পিছনে বসে থাকা সবিতা দেবী হঠাৎ পড়ে যায় রাস্তায়। গুরুতর চোট লাগে। আশপাশে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সবিতা দেবীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে বারুইপুর মহকুমা হাসপাতাল চিকিৎসকরা সবিতা দেবীকে দেখে মৃত বলে ঘোষণা করে।
বারুইপুর থানায় খবর দেওয়া গেলে বারইপুর থানা পুলিশ সবিতা দেবঈর দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ব্যাপারে বারইপুর থানা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন
নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক
হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)