
প্রদীপ কুমার সিংহ
ভোর রাতে দুর্ঘটনার কবলে পড়ে এক মহিলা মাছ ব্যবসায়ীর মর্মান্তিক পরিনতী ঘটলো। মাছ নিয়ে বাইকে চেপে আড়ত থেকে মাছ নিয়ে দোকানে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।বাইক থেকে নিয়ন্ত্রন হারিয়ে মেন রাস্তার উপরে পড়ে যায় । মোটর বাইকের পিছনে ছিলো ১০ চাকার লরি আসছিলো ১০ চাকার। লরির চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মারা যান ওই মহিলা মাছ ব্যবসায়ী।
মৃত ব্যবসায়ীর নাম প্রভাতী পোড়ে(৬০)। ঘটনাটি ঘটেছে বারুইপুর যোগি বটতলা কাছে আজ ভোর সাড়ে পাঁচটায় সময়।
প্রভাতী পোড়ে নামের এই মহিলা মাছ ব্যবসায়ী ভোর বেলায় নিজে সেজো ছেলের বাইকে করে গোবিন্দপুর বাজার থেকে পাইকারি মাছ কিনে ব্যবসা করার জন্য নিয়ে যাচ্ছিল বারুইপুর বিশালক্ষী তলার দিকে। সেজো ছেলের নাম অনুপ পোড়ে সঙ্গে বাইকে করে আসছিল প্রতিদিনের মতো।
বাইকের পিছনে বসে ছিলেন এই মহিলা.দ নিয়ে অসাবধানবশত পড়ে যায় রাস্তায়। পিছন থেকে ১০ চাকার লরি এসে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে। স্থানীয় বাসিন্দারা বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ প্রভাতী দেবীকে আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসকরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করে। প্রভাতি দেবীর বাড়ী বারুইপুর পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের বলবনে।
পুলিশ বারুইপুর হসপিটাল থেকে ময়নাতদন্তের জন্য প্রভাতী দেবীর দেহটি নিয়ে যায়। পুলিশ লরিটি আটক করে।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)