
বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর এর সাংসদ দিলীপ ঘোষের দ্রুত আরোগ্য কামনায় সাতমাইলের দলীয় কার্যালয়ে হোম যজ্ঞ অনুষ্ঠিত হয়।এগরা-২ ব্লকের পশ্চিম মণ্ডলের বাথুয়াড়ি কালী মন্দিরে দিলীপ ঘোষের আরোগ্য কামনায় পূজা ও হোমযজ্ঞ করেন বিজেপির কর্মী সমর্থকেরা।
বিজেপির দলীয় সুত্রে জানা গেছে মঙ্গলবার সকাল থেকেই কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে প্রতি মণ্ডলে পূজা অর্চনা যজ্ঞদি অনুষ্ঠান চলছে।দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, জেলার সাধারণ সম্পাদক সুদাম পন্ডিত, অসীম মিশ্র,জেলা সম্পাদক কল্লোল কর, এছাড়া তাপস কুমার পাল, উমেশ প্রধান প্রমুখ।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছ থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৭৯০ জন। ২৯ জুলাইয়ের পর এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রইল।
অপরদিকে চার কোটির গণ্ডি পেরোলো বিশ্বে করোনা-সংক্রমণ। এর মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত তিনটি দেশে— আমেরিকা, ভারত এবং ব্রাজিল। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর হিসেব অনুযায়ী, গত সাত দিনে নতুন করে ২৫ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছে। এ পর্যন্ত সব চেয়ে ভয়াবহ সপ্তাহ। তবে বিশেষজ্ঞদের মতে এ ভাবে হুড়মুড় করে সংক্রমিতের সংখ্যা বৃদ্ধির পিছনে অন্যতম কারণ, করোনা-পরীক্ষা বাড়ছে। তাই আক্রান্ত ধরা পড়ছে বেশি। কিন্তু এ বাদ দিয়েও এমন বহু করোনা-সংক্রমিত রয়েছেন, যাঁদের শরীরে কোনও উপসর্গ নেই।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)