
প্রদীপ কুমার সিংহ
বারুইপুর প্রেসক্লাবের প্রথম বর্ষের ম্যাগাজিন বই জাগরী আজ উদ্বোধন হলো বারুইপুর জেলা পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে।
রবিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবাংলার বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমে বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক নির্মল চন্দ্র মন্ডল, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, বারুইপুর মহকুমা শাসক দেবারতি সরকার, এডিএম রাখি পাল, অতিরিক্ত পুলিশ সুপার শান্তি সেন, বারুইপুর পৌরসভার প্রশাসক শক্তি রায়চৌধুরী ও গৌতম দাস, রাজপুর সোনারপুর পৌরসভা প্রশাসক ড: পল্লব দাস, জয়নগর পৌরসভার প্রশাসক সুজিত সরকেল, বারইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস,সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, বারুইপুর জেলা পরিষদের উপাদক্ষ জয়ন্ত ভদ্র, সমাজ সেবক বিভাস সরদার, ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই দিন বারুইপুর প্রেসক্লাবে এ অনুষ্ঠানে একটি লোগো উদ্বোধন করেন বিমান ব্যানার্জি।
যে সমস্ত ব্যক্তিবর্গরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের হাতে একটি করে গাছ উপহার দেওয়া হয়েছে প্রেস ক্লাবের তরফ থেকে।
বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন সাংবাদিকতা ভারতীয় সংবিধানের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকতা অনেক নিষ্ঠার সঙ্গে কাজ করতে হয়।
এছাড়া এই অনুষ্ঠানে প্রত্যেকেই তাদের বক্তব্যে বলেছেন যে সংবাদমাধ্যমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন মিথ্যে খবর না করা হয়। যে সাংবাদিক মিথ্যা খবর প্রচার করে সেই সাংবাদিক বেশিদিন সংবাদমাধ্যমে থাকতে পারে না। সঠিক খবর সঠিক সময়ে প্রকাশ করা সংবাদ-মাধ্যমের কাজ।
আজকের এই অনুষ্ঠানের আগে প্রত্যেক সাংবাদিককে মাক্স, স্যানিটাইজার, একটা করে গাছ উপহার দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।
জাগরী ম্যাগাজিন বইটিতে প্রেস ক্লাবের সদস্য প্রত্যেক সাংবাদিক এর স্বরচিত কবিতা গল্প ইত্যাদি প্রকাশিত হয়েছে।