
প্রদীপ কুমার সিংহ
রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় পর বাড়ি থেকে বেরিয়ে সটান স্টেশনে হাজির যুবক।করোনা আবহে ট্রেন চলাচল বন্ধ আছে । তাই সেখানে রেল লাইনে ট্রেন দাঁড়িয়ে । সেই ট্রেনের ভেতরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক যুবক। যুবকের নাম চিরঞ্জিত তাঁতি (৩০)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর স্টেশন ৪ নম্বর প্লাটফর্মে গভীর রাতে। । চিরঞ্জিতের বাড়ি বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে নতুন পাড়ায়।
শুক্রবার গভীর রাতে বারুইপুর স্টেশানে ট্রেনের কামরা থেকে উদ্ধার হয়েছে ঐ যুবকের ঝুলন্ত দেহ। রেলপুলিশ ও বারুইপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বারুইপুর এলাকায় ভাড়া বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে বাস করতেন এই যুবক। তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নতুনপাড়ায় ও বারুইপুর রেল স্টেশান চত্বরে।
পরিবার সূত্রের খবর, পেশায় হোটেলের রাঁধুনি ছিলেন চিরঞ্জিত। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যথেষ্ট আর্থিক সংকটে পড়েছিলেন। বাজারেও বেশ কয়েক লক্ষ টাকার দেনা হয়ে গিয়েছিলেন। পাওনাদারাও চাপ দিচ্ছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া হবার পর এতে আরও মানসিক অবসাদে ভেঙে পড়েন তিনি। অবশেষে রাতে বারুইপুর প্লাটফর্মে গিয়ে ট্রেনের কামড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন চিরঞ্জিৎ। এই ঘটনায় পরিবার লোকজন কান্নায় ভেঙে পড়েছেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে, অন্যদিকে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।