
পরিতোষ মণ্ডল
পলকের নোটিশে জরুরী মিটিং
আকাশের কোনে
ঈশ্বর আল্লাহ গড।
মনুষ্য প্রজাতি তেড়ে আসছে
প্রতিরোধ বলয় গড়তে হবে।
তিন মাথা বলতে বলতে
মহাশূণ্যে বিস্ফোরণ।
চলুন ঈশ্বর কণা-র সকাশে
বুদ্ধি কিছু একটা মিলবে।
সব শুনে ঈশ্বর কণা হাসলেন
শুনুন বন্ধুরা ভয়ের কিছু নেই
সব জ্ঞান কৌশল সূর্যের মুঠোয়।
মানুষ কোন ছার!
নিজেদের খোঁড়া গহ্বরে
সমাধি বারংবার রচিত।
কেবল বিস্মৃতিই ফের
কবর রচনায় প্রলুব্ধ করে
নিশ্চিন্তে কাজ করুন।