
পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য গ্রন্থাগারের অন্যতম শিল্প শহর হলদিয়া পৌরসভার অন্তর্গত বাড়ঘাসীপুর ব্রতী সংঘ গ্রামীন গ্রন্থাগার রজত জয়ন্তী বর্ষ পেরিয়ে নতুনত্বের ছোঁয়া লাগলো।
মঙ্গলবার রাতে গ্রন্থাগারের নতুন ভবনের ফিতা কেটে দ্বারোদঘাটন করলেন রাজ্যের পরিবহন,সেচ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগারিক বিদ্যুৎ কুমার মন্ডল, হলদিয়া মহকুমা পুলিশ অফিসার তন্ময় মুখার্জি, হলদিয়া উন্নয়ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তুলিকা দত্ত ব্যানার্জি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন গ্রামীণ গ্রন্থাগারের সভাপতি প্রণব সামন্ত।
নব নির্মিত গ্রন্থাগার এর উদ্বোধনী অনুষ্ঠানে হলদিয়া এলাকা ডাক্তার, নার্স, সাংবাদিক,কোভিড যোদ্ধা হিসেবে সামনের সারিতে কাজ করছেন তাদেরকে সম্বর্ধিত করা হয়। সেই সাথে এলাকার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মানিত করেন।
গ্রন্থাগার এর পক্ষ থেকে রাজ্যের পরিবহন,সেচ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করা হয় নতুন ভবন দ্বিতল ভবনের নির্মাণ জন্য সাহায্যের। মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন হলদিয়া শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন শিল্প সংস্থার রয়েছে,তাঁদের মাধ্যমে দ্বিতল ভবন নির্মিত হবে।বলেন সামাজিক দায়বদ্ধ প্রকল্পে সেই সংস্থা গুলি আর্থিক সহযোগিতা করবে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে এক লক্ষ টাকা দেবেন লাইব্রেরীতে বই কেনার জন্য। রাজ্যের পরিবহন,সেচ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এদিন কয়েকটি বইয়ের নাম উদাহরণ স্বরূপ বলেই দিলেন।
মারন ভাইরাস করোনা সংক্রমনের কথা মাথায় রেখে এদিন এই অনুষ্ঠান সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হয়।