
প্রদীপ কুমার সিংহ
রাজ্যের শাসক দলের এক নেতার ছেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েক বছর ধরে প্রনয়ের সম্পর্ক রেখে সহবাস করেও বিয়ে না করায় গলা দড়ি দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খুড়িগাছিতে ৷
এই ঘটনার প্রতিবাদে অস্বাভাবিক ভাবে মৃত কিশোরীর দেহ আটকে খুড়িগাছিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা৷ ভাঙচুর করে অভিযুক্ত তৃনমুল নেতার গুনধর ছেলের বাড়ি৷
ঘটনার বিবরন স্থানীয় অঞ্চলের তৄণমুলের বুথ সভাপতি রামবিলাস সাউর ছেলে সুরজ সাউ।এই সুরজ নামে যুবকের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় রিয়া সাউ নামে ১৭ বছরের এক কিশোরীর ৷
প্রেমিকের কথা শুনে পরিবার ছেড়ে বেরিয়ে এসেছিলো রিয়া । তারা ঘরভাড়া নিয়ে থাকতেও শুরু করে ৷এর সুযোগ নিয়ে দিনের পর দিন ধরে প্রেমিকা রিয়ার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে।অভিযোগ প্রেমিকা রিয়াকে বিয়ে করবে বলে বাড়ি থেকে নিয়ে এলেও শাসক দলের এই নেতার ছেলে বিয়ে করছিলোনা।তাই বাধ্য হয়ে প্রেমিকা রিয়া গত কয়েক দিন ধরে লাগাতার বিয়ের জন্যে চাপ দিতেই তাকে বিয়ে করতে অস্বীকার করে সুরজ ৷
শুক্রবার সকালে মৃতার মা ও ভাই ডাক্তার দেখাতে যায় ৷ বাড়ি ফিরে এসে তারা মেয়েকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ৷ বিষযটি জানাজানি হলে উত্তেজিত বাসিন্দারা খুড়িগাছি মোড়ে সোনারপুর গঙ্গাজোয়ারা রোড অবরোধ করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ৷
অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান তারা ৷ শেষ পর্যন্ত কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সুরজকে আটক করেছে পুলিশ ৷ তারপরেই পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
এই বিষয়ে কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্থানীয় তৄণমুল নেতা রবীন চন্দ্র দাস বলেন আইন আইনের পথে চলবে ৷ অভিযুক্ত যে দলেরই লোক হোক না কেন তার শাস্তির দাবি জানান তিনি ৷