
মারন ভাইরাস করোনা ফের পূর্ব মেদিনীপুর জেলায় কেড়ে নিলো আরো এক রাজনৈতিক নেতৃত্বের প্রান ।প্রয়াত হলেন কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়া প্রার্থী ডা: দেবাশীষ সামন্ত।এর আগে করোনা সংক্রমিত হয়ে প্রয়াত হয়েছেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের আমৃত্যু চেয়ারম্যান তথা এগরার তৃনমূলী বিধায়ক সমরেশ দাস ।
গত ২০১৯ এ কাঁথি লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন ডা: দেবাশীষ সামন্ত।১ লক্ষ ১১ হাজার ৫৬৮টি ভোটে পরাজিত হয়েছিলেন তিনি ।তৃনমূল প্রার্থী শিশির অধিকারী ভোট পেয়েছিলেন ৭ লক্ষ ১১ হাজার ৮৭২টি।অপরদিকে ডা: দেবাশীষ সামন্তের প্রাপ্ত ভোট ছিলো ৬ লক্ষ ২০৪টি।
বিজেপি সুত্রে জানা গেছে ডা: সামন্ত করোনা আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস ধরে কলকাতার মেডিকাতে চিকিৎস্যাধীন ছিলেন।বুধবার সকাল ৭টা ১০ মিনিটে সেখানেই পরলোক গমন করেন ।উল্লেখ্য বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের আমৃত্যু চেয়ারম্যান তথা এগরার বিধায়ক সমরেশ দাসও এক মাস ধরে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে মারন ভাইরাস করোনা আক্রান্ত হয়ে চিকিৎস্যাধীন ছিলেন।গত ১৮ আগষ্ট সকালে পরলোক গমন করেন ।
……………………………………………………………
( জরুরি ঘোষণা: কোভিড – ১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্প লাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্প লাইন নম্বর গুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলি মেডিসিন সংক্রান্ত হেল্প লাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্প লাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২)